শেয়ার করুন বন্ধুর সাথে

আমাশয় বেশিরভাগই অস্বাস্থ্যকর বা অপরিচ্ছন্ন পরিবেশের জন্য হয়ে থাকে, বিশেষকরে ভারতের গ্রামাঞ্চলে এবং শহুরে ভারতের বস্তি এলাকাগুলিতে। মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য এবং জলের মতো মল বা পায়খানা দ্বারা এই রোগটি বোঝা যায়। যে উপসর্গগুলি একজন মানুষ সাধারণভাবে অনুভব করতে পারেন সেগুলি হল জলের মতো অথবা পাতলা মল বা পায়খানা মলে বা পায়খানাতে আম এবং রক্ত দেখা দেওয়া মল বা পায়খানা করার সময় ব্যথা অনুভব করা জ্বর বমি বমি ভাব বার বার মল ত্যাগ বা পায়খানা করতে যাওয়া আমাশয়কে প্রায় সময়েই ডায়রিয়ার সঙ্গে ভুল বোঝা বা গুলিয়ে ফেলা হয়। তবে, পরবর্তীটি কোনো সংক্রামক বস্তু থেকে ছেড়ে দেওয়া বিষাক্ত পদার্থ থেকে হয়, এবং যদিও রোগী উভয় রোগের ক্ষেত্রেই পাতলা মল ত্যাগ করেন, ডায়রিয়ার ক্ষেত্রে তার মধ্যে আম বা রক্ত থাকে না। যদি এই রোগের চিকিৎসা না করা হয় তাহলে কোলনগত ছিদ্রে আলসার সৃষ্টি করে যা কিছু ক্ষেত্রে মলাশয়ে দেখা দিতে পারে।