শেয়ার করুন বন্ধুর সাথে

প্যারাসাইট শরীরের প্রায় সর্বাঙ্গেই সংক্রমণ ঘটায়। কোন জীবের কারণে সংক্রমণ হয়েছে এবং সংক্রমণের প্রকৃতির উপর নির্ভর করে এর উপসর্গগুলোও বদলে যায়, যেগুলো নিচে বলা হল: কিছু সংক্রমণ স্পষ্ট দেখা যায় গ্যাস্ট্রিকের অসুবিধা, পেটের মধ্যে টান ধরা, এবং পেটে ব্যথার মধ্যে। বমিভাব লাগতে পারে, বমি, ডায়রিয়া, এবং তার সঙ্গে খিদে না হওয়া হতে পারে। প্যারাসাইটের কারণে যৌনসংক্রমণ হলে তার ফলে জনন অঙ্গ থেকে নিঃসরণ হয়, প্রস্রাবের সময় ব্যথা, দূর্গন্ধ, এবং চুলকানি বা জ্বালাভাব অনুভুত হয়। উপরোক্ত উপসর্গ ছাড়াও ব্যাক্তির জ্বর বা ত্বকে ফুসকুড়ি হতে পারে। মস্তিষ্কে প্যারাসাইটিক সংক্রমণের কারণে সিজিওরস হতে পারে এবং সতর্কতার অভাব দেখা দিতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ