সংক্রমণের উপসর্গগুলি সাধারণত সংক্রমণের স্থানের উপর এবং যে ক্ষুদ্র জীবাণু এই সংক্রমণের কারণ তার উপর নির্ভর করে। প্রধান উপসর্গগুলি হল: ফুলে যাওয়া এবং লাল হয়ে যাওয়া। ব্যথা। জ্বর। পেট খারাপ। লাল লাল ফুসকুড়ি। নাক দিয়ে জল পড়া বা সর্দি। কাশি। নড়াচড়া বা চলাফেরা করতে অসুবিধা। স্মৃতিশক্তি কমে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া।