শরীরের কোন অঙ্গটি প্রভাবিত হয়েছে তার উপর নির্ভর করে সিউডোমোনাস সংক্রমণের বিভিন্ন উপসর্গ দেখা যায়, যেমন: মূত্রনালী মূত্রে রক্তের উপস্থিতি, মূত্রত্যাগের সময় জ্বালা ও ব্যথার অনুভূতি, ঘোলা রঙের মূত্র। কান কানে ব্যথা, শোনার সমস্যা, কান থেকে হলুদ/সবুজ ক্ষরণ এবং কানে অস্বস্তি বা চুলকানি। গলা মাথা যন্ত্রণা, জ্বর, গলা ব্যথা, ত্বকে ফুসকুড়ি, ঘাড়ের লসিকা গ্রন্থি ফুলে ওঠা।