শেয়ার করুন বন্ধুর সাথে

বমিভাব ও বমিকরা ফিতাকৃমির সংক্রমণের প্রাথমিক উপসর্গের সাথে জড়িত। জ্বরের সাথে দুর্বলতা, ক্লান্তি, এবং ডায়রিয়ার মতো উপসর্গগুলিও দেখা দিতে পারে। ব্যক্তির খাবার ইচ্ছা কমে যেতে পারে।আবার ব্যতিক্রমে, অত্যাধিক খিদের অনুভুতিও হতে পারে(স্বাভাবিকের চেয়ে বেশি)। যদি শরীরের মধ্যে কৃমিগুলি এক জয়েগা থেকে অন্য জয়েগায় যায়, সেক্ষেত্রে মাথাযন্ত্রনা এবং খিঁচুনির মতো গুরুতর স্নায়ুবিক সমস্যার উপসর্গগুলি দেখা দিতে পারে। ফিতাকৃমির অ্যালারজেনগুলি ছড়িয়ে পরার ফলে রোগীর শরীরে অ্যালার্জি ও ফুসকুড়ির প্রতিক্রিয়া দেখা যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ