শেয়ার করুন বন্ধুর সাথে

মুখের পিছনের দিকে পেষক দাঁতগুলির একদম শেষে আক্কেল দাঁত প্রকাশ পায়। এগুলি সাধারণত কৈশরের শেষ ভাগে অথবা যৌবনের প্রথম ভাগে দেখা দেয়। মোট চারটি আক্কেল দাঁত হতে পারে, উপরের চোয়ালে দুটি এবং নীচের চোয়ালে দুটি, কিন্তু কিছু ব্যাক্তির ক্ষেত্রে কম, বা বেশি বা একটিও এই দাঁত হয় না কারণ নির্দিষ্ট কিছু বিষয়ের উপর আক্কেল দাঁত বেরোনোর ঘটনাটি নির্ভর করে। আক্কেল দাঁতের ব্যথা একাধিক কারণে ঘটতে পারে, খুব সাধারণ কারণ হল দাঁতগুলি অন্য সাধারণ দাঁতগুলির সাথে ঘন সন্নিবিষ্ট অবস্থানে থাকে ফলে সংঘর্ষ সৃষ্টি করে এবং অন্য কারণটি হল সংক্রমণ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ