শেয়ার করুন বন্ধুর সাথে

চোয়াল এবং দাঁত এবং তার চারপাশে ব্যথার উপস্থিতিকে দন্তশূল বা দাঁতে ব্যথা বলে। সাধারণত এটা দন্তক্ষয়ের ফল। মুখের পিছনের দিকে আক্কেল দাঁত থাকে। নীচের আর উপরের পাটিতে দুটো করে মোট চারটি আক্কেল দাঁত থাকে। কারোর কারোর ক্ষেত্রে শূন্য অথবা কম সংখ্যক আক্কেল দাঁত থাকতে পারে। কারোর কারোর ক্ষেত্রে, আক্কেল দাঁত নির্দিষ্ট কোণে বাড়তে শুরু করে, যা আশেপাশের দাঁত বা চোয়ালে চাপ দেয়। এই ঘটনাটি যন্ত্রনাদায়ক, এবং দাঁতের চারপাশের এই অংশকে পরিষ্কার রাখা দুরূহ হয়ে ওঠে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ