শেয়ার করুন বন্ধুর সাথে

কিডনি শুকানো বলতে আপনি কী বুঝিয়েছেন তা ঠিক বোধগম্য হচ্ছে না। বর্তমানে ডাক্তাররা কিডনি শুকিয়ে যাওয়া শব্দটি খুব কমই ব্যবহার করেন। তবে পূর্বের ধারণা অনুযায়ী, কিডনি শুকিয়ে যাওয়া বলতে দুইটি রোগ বুঝায়। ক- দীর্ঘমেয়াদী কিডনির প্রদাহ/ রোগ। এক্ষেত্রে আপনার রক্তে ক্রিয়েটেনিন এর পরিমাণ অনেক বেড়ে যাবে ও কিডনি আস্তে আস্তে রক্ত পরিস্কার করার ক্ষমতা হারাতে থাকবে। এই রোগ সাধারণত সম্পূর্ণ আরোগ্য হয় না। কিন্তু নিয়ম কানুন মেনে একে নিয়ন্ত্রিত রাখা যায়। যেমন নির্দিষ্ট পরিমাণ পানি পান করা, সপ্তাহে একটির বেশি ফল না খাওয়া, লবণ কম খাওয়া, দিনে এক টুকরা মাছ অথবা মাংস খাওয়া ( এর বেশি না খাওয়া)। আর নিয়মিত ডাক্তারের পর্যবেক্ষণে থাকা। ক্রিয়েটেনিন অনেক বেশি হলে শেষ পর্যন্ত ডায়ালাইসিসও লাগতে পারে। খ-দ্বিতীয় রোগটি হতে পারে- আপনি কিডনি রোগের জন্য পানিশূণ্যতায় ভুগছেন। এজন্য প্রচুর পানি খাবেন। চা-কফি ও কোমল পানীয় এড়িয়ে চলবেন