Share with your friends

১) বিভিন্ন কারণে পানিতে বর্জ্যরূপে স্তুপীকৃত জৈব দূষক পদার্থ থাকে। এদের জারণের মাধ্যমে বিনষ্ট করার কাজেও প্রচুর দ্রবীভূত অক্সিজেনের প্রয়ােজন এবং তার ব্যবহার হয়। পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গেলে এরূপ জারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে পানির দূষণ মাত্রা ক্রমাগত বাড়ে। (২) পানির তাপমাত্রা বৃদ্ধির সাথে পানিতে o2 এর দ্রবণীয়তা হ্রাস পায়। ফলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। (৩) সূর্যালােকের অভাবে (পানির তাপমাত্রা কমার সাথে) জলজ উদ্ভিদগুলি ক্ষয় প্রাপ্ত হয় এবং যতটা অক্সিজেন ছেড়ে দেয় তার চেয়ে বেশি অক্সিজেন পানি থেকে গ্রহন করে। ফলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়।