সালোকসংশ্লেষণে যে শক্তির প্রয়োজন হয়, তার প্রধান উৎস সূর্য। সালোকসংশ্লেষণের আলোক  বিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য সূর্যালোক প্রয়োজন। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে সালোকসংশ্লেষণের হারও বেড়ে যায়। দুপুরের পর আলোর পরিমাণ কমতে থাকে বিধায় বিকালে সালেকসংশ্লেষণের গতি কমে যায়।