শেয়ার করুন বন্ধুর সাথে

সুবিধা উভয় কোষ রিচার্জেবল হলেও লিথিয়াম আয়ন ব্যাটারির পুনঃসঞ্চয় দক্ষতা বেশি। এ কারণে বাণিজ্যিকভাবে লেড স্টোরেজ সেলের বিকল্প হিসেবে এর ব্যবহার বাড়ছে। লেড স্টোরেজ সেল এর তড়িৎদ্বার হিসেবে ভারি লেড প্লেটের পরিবর্তে LIB তে হালকা Li/C অ্যানোড এবং লিথিয়াম আয়রন ফসফেট ক্যাথােড ব্যবহৃত হয়। এছাড়া লেড স্টোরেজ সেল-এ H2SO4 তড়িৎবিশ্লেষ্যের পরিবর্তে LIB-তে অনেক কম ঝুঁকিপূর্ণ জৈব দ্রাবকে Li-যৌগ ব্যবহার করা হয়। ভারী লেড স্টোরেজ সেল এর তুলনায় হালকা LIB অনেক সহজে বহন করা যায়। লিথিয়াম আয়ন ব্যাটারিতে তাপমাত্রা সেন্সর, ভােল্টেজ কনভার্টার, রেগুলেটর সার্কিট, ভােল্টেজ ট্যাপ, ব্যাটারি চার্জ মনিটর ইত্যাদি সুবিধাজনক উপাদানসমূহ যুক্ত থাকায় লেড স্টোরেজ সেল অপেক্ষা LIB এর ব্যবহার উপযােগিতা অনেক বেশি। বিভিন্ন ব্যবহার ক্ষেত্রের জন্য বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের সুবিধাজনক LIB বাজারজাত করা হয়েছে। যেমন- ল্যাপটপের জন্য ছােট সিলিন্ডার আকৃতির, আবার সেলফোন এর ব্যবহার উপযােগী ফ্ল্যাট pouch, যানবাহনের জন্য প্লস্টিক কেস-এ Prismatic cell বাজারজাত করা হয়েছে। লেড স্টোরেজ সেল এর এমন ক্ষেত্র উপযােগী সুবিধাজনক কোন format নেই। লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানােড ও ক্যাথােড গঠনে নানা ধরনের রাসায়নিক উপাদান ব্যবহারের সুযােগ আছে বলে এদের ভােল্টেজ রেঞ্জও যথেষ্ট বিস্তৃত। লেড বা ক্যাডমিয়াম বিষক্রিয়াযুক্ত (toxic) হলেও LIB এর কোন উপাদান বিষক্রিয়াযুক্ত নয় বলে LIB অনেক পরিবেশবান্ধব। ন্যানাে টেকনােলােজির মাধ্যমে গ্রাফাইট অ্যানােডের পরিবর্তে ইলেক্ট্রোপ্লেটেড টিন অ্যানােড ব্যবহার করে LIB এর কার্যদক্ষতা তিনগুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। লেড স্টোরেজ সেল এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স খুবই নিম্ন (0.01 ohm)। তাই এ সেল থেকে শুরুতেই উচ্চ তড়িৎশক্তি পাওয়া যায়। ফলে মােটর গাড়িতে এ সেল ব্যবহৃত হলে মােটর গাড়ির ইঞ্জিন সহজে স্টার্ট নেয়। অসুবিধা লিথিয়াম আয়ন ব্যাটারির বেশ কিছু অসুবিধাও রয়েছে। যেমন– LIB-তে ব্যবহৃত তড়িৎবিশ্লেষ্য পদার্থ জৈব দ্রাবক যা এক প্রকার দাহ্য পদার্থ। ফলে উচ্চ চাপে ব্যাটারির ভেতর থাকা অবস্থায় কখনও কখনও এটিতে বিপদের ঝুকি থাকতে পারে। দুর্ঘটনার কিছু রিপাের্টও আছে। বিশুদ্ধ লিথিয়াম উচ্চ ক্রিয়াশীল। পানির উপস্থিতিতে তীব্র বিক্রিয়ায় LiOH এবং H2, গ্যাস তৈরি করতে পারে যা বিপদজনক। Ni-Cd রিচার্জেবল ব্যাটারির তুলনায় LIB এর দাম বেশি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ