শেয়ার করুন বন্ধুর সাথে

সুবিধাসমূহ (১) এটি সস্তা এবং অতি সহজেই গঠন করা যায়; ফলে এর বহুল ব্যবহার রয়েছে। (২) নিম্ন তাপমাত্রা হতে উচ্চ তাপমাত্রা পর্যন্ত মাপার জন্য বিভিন্ন ধরনের তাপযুগল পাওয়া যায়। (৩) এর সাহায্যে কোন ক্ষুদ্র বস্তুর তাপমাত্রা পরিমাপ করা যায়। (৪) উষ্ণ সংযােগস্থলের তাপগ্রাহীতা কম হওয়ায় এর সাহায্যে দ্রুত পরির্তনশীল তাপমাত্রা পরিমাপ করা যায়। অসুবিধাসমূহ (১) দীর্ঘ তাপমাত্রা পরিসরে কোন তাত্ত্বিক সম্পর্ক না থাকায় তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে প্রতিটি তাপযুগলের ক্রমাঙ্কন দরকার হয়। (২) শীতল সংযােগস্থল 0°C তাপমাত্রায় না থাকলে সংশােধনের প্রয়ােজন হয়। (৩) নিরপেক্ষ তাপমাত্রা পরিমাপ সীমাকে বিঘ্নিত করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ