শেয়ার করুন বন্ধুর সাথে

সরল স্কেল ব্যবহারের বেশ কিছু সুবিধা রয়েছে। এ স্কেলের মাধ্যমে মানচিত্রের উপরিস্থিত দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব সহজে জানা যায়। তাছাড়া, এ স্কেল সাধারণ মানুষের বুঝবার জন্য একটি সহজ পদ্ধতি। সরল স্কেলবিশিষ্ট মানচিত্র ফটোষ্ট্যাট মেশিন বা ক্যামেরার সাহায্যে ছােট বা বড় আকার করলে স্কেল আনুপাতিক হারে ছােট বা বড় হয়। ফলে পরিবর্তিত মানচিত্রেও এই স্কেল কার্যকর থাকে। এই স্কেলের অসুবিধা হচ্ছে, এর সাহায্যে সুক্ষ্ম মাপগুলাে নেয়া সম্ভব হয় না এবং এতে ব্যবহৃত পরিমাপের একক যে দেশে অপ্রচলিত, সেখানে এর কার্যকারিতা কমে যায়। এ কারণে বর্তমানে সরল স্কেল অংকন করে তার নীচে এর প্রতিভূ অনুপাত দিয়ে দেয়া হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সরল স্কেল ব্যবহারের বেশ কিছু সুবিধা রয়েছে। এ স্কেলের মাধ্যমে মানচিত্রের উপরিস্থিত দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব সহজে জানা যায়। তাছাড়া, এ স্কেল সাধারণ মানুষের বুঝবার জন্য একটি সহজ পদ্ধতি। সরল স্কেলবিশিষ্ট মানচিত্র ফটোষ্ট্যাট মেশিন বা ক্যামেরার সাহায্যে ছােট বা বড় আকার করলে স্কেল আনুপাতিক হারে ছােট বা বড় হয়। ফলে পরিবর্তিত মানচিত্রেও এই স্কেল কার্যকর থাকে। এই স্কেলের অসুবিধা হচ্ছে, এর সাহায্যে সুক্ষ্ম মাপগুলাে নেয়া সম্ভব হয় না এবং এতে ব্যবহৃত পরিমাপের একক যে দেশে অপ্রচলিত, সেখানে এর কার্যকারিতা কমে যায়। এ কারণে বর্তমানে সরল স্কেল অংকন করে তার নীচে এর প্রতিভূ অনুপাত দিয়ে দেয়া হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ