শেয়ার করুন বন্ধুর সাথে

১. হায়েয-নিফাস অবস্থায় স্ত্রী সহবাস হারাম ২. কোন মুসলমান যদি এ আক্বিদা পোষণ করে যে, হায়েয-নিফাস চলাকালীন সময় সহবাস জায়েয তবে কাফির এবং মুরতাদ বলে সাব্যস্ত হবে। ৩. এ ব্যক্তির জন্য ঋতুবতী অবস্থায় স্ত্রী সহবাস করলে গুনাহ হবে না, যিনি জানেন না, ঋতুবতী অবস্থায় সহবাস করা হারাম। ৪. এ ব্যক্তির জন্যেও ঋতুবর্তী অবস্থায় সহবাস করলে গুনাহ হবে না যিনি জানেন না যে, স্ত্রীর হায়েয শুরু হয়েছে অথবা স্ত্রী স্বামীকে জানাননি যে তিনি ঋতুবর্তী। ৫. ঋতু চলাকালীন সময় জেনে বুঝে সহবাস করা হারাম। এরূপ অবস্থায় সহবাস করলে কবীরা গুনাহ হবে, তখন সদকা দেয়া এবং তওবাহ করা ওয়াজিব। ৬. ঋতুবতী স্ত্রীকে চুমা দেয়া, এক সাথে খাওয়া, এক বিছানায় শয়ন জায়েয। বরং এর থেকে বিরত থাকা মাখরূহ। ৭.ঋতুবতী স্ত্রীর নাভীর নিন্মভাগ থেকে হাঁটু পর্যন্ত স্পর্শ করা জায়েয নেই।  লিখেছেনঃ ডাঃ আদনান আল-তুর্কী সম্পদনায়ঃ ডাঃ শাহিদা জাহিদ বিয়ে ও পারিবারিক স্বাস্থ্য সম্পর্কিত উপদেষ্টা।