না, এভাবে মোহরানা আদায় হবেনা। কুরবানী যেমন ফরজ তেমনি মোহরানা আদায় করাও ফরজ। বিয়ের সময় যে মোহরানা নির্ধারণ করা হয়েছে তা স্ত্রীর হাতে দিতে হবে। তারপর যদি স্ত্রী আপনার সাথে কুরবানীতে সামিল হতে চায় তবে সেটা বৈধ। অন্যথায় কুরবানী বা মোহরানা কোনটাই হবেনা।