শেয়ার করুন বন্ধুর সাথে

যেহেতু হাদীসে ভিন্ন ভিন্ন দিনে ও ভিন্ন ভিন্ন স্থানে আকীকা করার ব্যাপারে নিষেধাজ্ঞা আসে নি , সেহেতু এই বছর আকিকা হিসেবে কুরবানির গরুতে এক অংশ দেয়া এবং আগামী বছর আরেক অংশ দেয়া নিষেধ নয়। রাসুলুল্লাহ ﷺ বলেছেন, مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَأَحَبَّ أَنْ يَنْسُكَ عَنْهُ فَلْيَنْسُكْ ، عَنْ الْغُلامِ شَاتَانِ مُكَافِئَتَانِ ، وَعَنْ الْجَارِيَةِ شَاةٌ যার কোনো সন্তান জন্মগ্রহণ করে, তারপর সে তার পক্ষ থেকে আকীকা করতে চায়। তাহলে সে যেন ছেলের পক্ষ থেকে সমবয়স্ক দু’টি বকরী এবং মেয়ের পক্ষ থেকে একটি বকরী যবাহ করে। (আবু দাউদ ২৮৪২)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ