আপনি যেহেতু ১০ম শ্রেণীতে পড়েন, তাই বয়ফ্রেন্ড না রাখায় ভাল কারণ,এই সময় আপনার পড়ালেখার দিকে মনযোগ দেওয়া উচিত,প্রেম ভালবাসা করলে পড়ালেখার প্রতি মনযোগ কমে যায়। আমি যখন প্রথম প্রথম প্রেমে পড়েছিলাম তখন খুবই ভাল লাগত কথা বলতে পরে বুঝতে পারলাম প্রেমে কষ্ট ছাড়া আর কিছু নেয়,বর্তমান সময়ে প্রেম ভালবাসা মানে প্রতারণা এখন সত্যিকারের প্রেম ভালবাসা বলতে কিছু নেই। তাই প্রেম না করা টাই উচিত আপনার।