ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব ।Youtube -এ প্রথমে Account খুলুন । যদি আগে থেকেই Account থাকে তবে ওটাই ব্যবহার করতে পারেন । আপনার Channel খুঁজে পেতে Keyword ব্যবহার করুন । আপনার Account-এর সঠিক ধরণ নির্বাচন করুন । (যেমনঃ যদি Movie নিয়ে কাজ করেন Director Account দিন ) Username অবশ্যই ছোট রাখুন, এতে দর্শক মনে রাখতে পারবে। Video Upload করা Account-এ প্রথমে Sign in করুন । এরপর উপরে দেখুন UPLOAD লেখা আছে । সেখানে ক্লিক করে Video Upload করুন । যেই বিষয়গুলো মনে রাখবেনঃ Videoর Quality যেন ভাল হয় (আমি বলতে চাইছি, আলতু-ফালতু Video দিবেন না) Video যেন খুব বেশি বড় না হয় Account Type-এর দিকে লক্ষ রেখে Video upload করবেন । ভাল Software-এর সাহায্যে Video Edit করলে ভাল হয় । দর্শক বাড়ান এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় । Youtube-এ কিছু Friend তৈরি করে ফেলুন । দর্শকদের কমেন্ট করতে বলুন । নিজে কমেন্টের Reply দিন । Youtube-এর Partner হয়ে যান হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় । আপনি Youtube-এর Partner হলে কিছু এক্সট্রা Facility পাবেন, যা আপনার আয় বাড়িয়ে দিতে বড় ভুমিকা রাখতে পারে। Google Adsense প্রথমেই Google adsense-এর কথা বলেছিলাম । ওরা আপনার বয়স বেঁধে দিয়েছে, যার জন্য ১৮ কিংবা তার চেয়ে কমবয়সীরা Allowed না ।বিস্তারিত এখানে দেখুন