ইউটিউবে কপিরাইট হতে বাচার উপায় বলতে পারেন ৯৯%ই অসম্ভব। তবে আমি বাকি ১% বলতেছি। আপনি আপনার ডাউনলোড কৃত ভিডিও প্রচুর পরিমাণে ইডিট হবে। যাতে ইউটিউব বুঝতে না পারে।  এরপর আপনাকে এর সাউন্ড বাদ দিতে হবে।। কারণ এখন সাউন্ড দিয়েও কপিরাইট ধরা শুরু হয়েছে ইউটিউবে। আর এসব করে একটু পার পেতে পারেন তবে ভিডিও অউনার যদি রিপোর্ট করে তাহলে আর রক্ষা নাই।