এটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে যেমন: আপনার ভিডিওটি কেমন সেটা কতটা মানসম্মত, কোন শিক্ষনীয় বিষয়ের কিনা আপনার ইউটিউব চ্যানেলের ভিজিট সংখ্যা কত যদি বেশি ভিজিটর হয় তাহলে আপনি মানসম্মত ভিডিও বানিয়ে আয় করতে পারবেন.... তবে হ্যাঁ অবশ্যই Google অ্যাডেন্সের AdS আপনার ভিডিও গুলোতে বসাতে হবে। আবার অ্যাডেন্স এপ্রুভের কিছু নিয়ম আছে গুগলের। এগুলো না মানলে আপনার চ্যানেলে এডেন্স এপ্রুভ হবে না আরো সহজ ভাবে দেখুন ইউটিউব থেকে আয়ই করা যায় একমাত্র গুগল অ্যাডেন্সের AdS বসিয়ে সেটা যদি কর্যকারিত না হয় তবে আপনার সমস্ত পরিশ্রম বৃথা যাবে। যেমন আপনার ভিডিও ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারবেন না, কষ্ট করে ভিডিও বানানোর কোন মূল্য পাবেন না ইত্যাদি উপরিউক্ত কাজ গুলো করতে পারলে তবেই আপনি ইনকাম করতে পারবেন নতুবা নয়.. আর যদি করতে পারেন। তাহলে দেরি না করে এখনই শুরু করে দিন....