শেয়ার করুন বন্ধুর সাথে

ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন এবং ডিমের কুসুমে থাকে গ্লোবিউলিন নামক প্রোটিন ॥ এই প্রোটিন গুলোর বেশ কিছু ধর্ম আছে ॥ এর মধ্যে উল্লেখযোগ্য দুটি ধর্ম হচ্ছে :অ্যালবুমিন দ্রবনীয় কিন্তু গ্লোবিউলিন পানিতে অদ্রবনীয় এবং তাপ পেলে এরা জমাট বাধে॥ যখন ডিমে তাপ দেয়া হয় তথা সিদ্ধ করা হয় তখন এদের সাদা অংশ এবং কুসুমে উপস্থিত অ্যালবুমিন ও গ্লোবিউলিন জমাট বাধতে শুরু করে॥ ফলে ডিমকে সিদ্ধ করলে এর ভিতরের অংশ জমাট বেধে শক্ত হয়ে যায়॥