আসলে পিউটন হলো খাওয়ার রুচি বাড়ানো ঔষধ যা সেবনকারীর সাময়িক ভাবে খাওয়ার রুচি বৃদ্ধি পেতে পারে। কিন্তু পরবর্তীতে লিভার সংক্রান্ত সমস্যা সৃষ্টি হয় যার কারনে খাওয়া রুচি থাকে না বমি ভাব, বদহজম, ঢেকুর আশা, ভাত তর্কারী গন্ধ লাগা। এসব হতে পারে আর আপনার এই সমস্যা গুলো পিউটন সিরাপ এর কারনে হবে। যাইহোক আপনি এখন কোন রুচি বর্ধক ঔষধ খাবেন না।  চিকিৎসক এর পরামর্শে অমিডন ট্যাবলেট খান। ও সকালে খালিপেটে কাচা ছোলা ও কাচা বাদাম খাবেন ও ইসুবগুলের ভূসির শর্বত খাবেন।ভাজাপোড়া, তেলেভাজা, বাজারের খোলা খাবার এড়িয়ে চলুন।