শেয়ার করুন বন্ধুর সাথে

পিউটন সিরাপ টি মূলত সেবন করা হয় স্বাস্থ শক্তি বাড়াতে, তবে এই সিরাপটির পার্শপ্রক্রিয়া বেশি|অতিরিক্ত খাওয়ার পর শরীরে পানি জমে যায়, শরীরে দূর্বলতা দেখা দিতে পারে, এবং কিডনি তে চাপ পড়ে, কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।এটা লাইসেন্স বিহীন একটি ঔষধ, এটি খেলে খাওয়ার অতিরিক্ত চাহিদা বেড়ে যায়, ফলে বেশি খাবার গ্রহনের ফলে শরিরে অতিরিক্ত ক্যালরি জমা হয়ে অবস্থায়ী মোটা হওয়া যায়। এটি গ্রহণের কুফল প্রাথমিকভাবে বুঝা না গেলেও খাওয়া বন্ধের পরবর্তীতে অরুচি, দুর্বল লাগা, আবার আগের মতো মুটিয়ে যাওয়া সহ লিভার কিডনির দুর্বলতার কারন হতে পারে।