মুখে পানি নিলেই যে বমি ভাব হয় তা কিন্তু নয়।তবে হ্যা এরকম অস্বাভাবিক বমি ভাব হতে পারে হিমোগ্লবিন কম,ডিপ্রেশন, শারীরিক দুর্বলতা,গ্যাস্ট্রিক আলসার, অসস্থি লাগা,এছাড়াও পাকস্থলী সংক্রান্ত সমস্যার কারনেও বমি ভাব হতে পারে বা অরুচি, মাথা ঘুড়ানো, ক্লান্তিভাব লাগা।তাই আপনার সঠিক সমস্যা বুঝে চিকিৎসা নেওয়া উচিৎ তাই একজন মেডিসিন বিভাগের ডাক্তার দেখাবেন। আপাতত Omidon10mg, 1+1+1 খাবার আগে  খান ৩ দিন। না কমলে চিকিৎসক এর কাছে যেতে হবে।