একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে এর অতিভুজের দৈর্ঘ্য কত?

সঠিক উত্তর: 5 মি
রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ - সোনার তরী (নামকবিতা, যে কবিতার নামে কাব্যগ্রন্থের নাম সেই কবিতাকে নামকবিতা বলা হয়।) ছন্দ - মাত্রাবৃত্ত; ৮ মাত্রার মাত্রাবৃত্ত; পূর্ণ পর্ব ৮ মাত্রা, অপূর্ণ পর্ব ৫ মাত্রা কবিতাটি অক্ষরবৃত্ত মনে হতে পারে। কিন্তু শেষ স্তবকের 'শূণ্য' শব্দটি দেখিয়ে দেয়, এটি মাত্রাবৃত্ত ছন্দের কবিতা।