শেয়ার করুন বন্ধুর সাথে

উপকরণ : আমের টুকরো ১ কাপ, আপেল টুকরো ১ কাপ, খেজুর আধা কাপ, বাদাম ভাঙা ১ কাপের চার ভাগের ১ ভাগ, কিশমিশ ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, মিষ্টি দই আধা কাপ, লবণ স্বাদমতো, বিটলবণ ১ চা চামচ, জিরা গুঁড়ো আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, টেসিাট সল্ট আধা চা চামচ। যেভাবে তৈরি করবেন : ১. আম কেটে এক ঘণ্টা লবণ, পানি ও চিনিতে ভিজিয়ে রাখুন। ২. আপেল কেটে আধা ঘণ্টা লেবুর রস, চিনি ও পানিতে ভিজিয়ে রাখুন। ৩. খেজুর, বাদাম, কিশমিশ ছাড়া সব উপকরণ মেরিনেড করে ফ্রিজের নরমাল তাপমাত্রায় ঠাণ্ডা করুন। ৪. পরিবেশনের আগে খেজুর, বাদাম, কিশমিশ মিশিয়ে পরিবেশন করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ