শেয়ার করুন বন্ধুর সাথে

প্রভাবক বিবর্ধক: যে পদার্থের উপস্থিতিতে প্রভাবকের ক্ষমতা বৃদ্ধি পায় তাকে প্রভাবক বিবর্ধক বা প্রভাবক সহায়ক বা প্রভাবক উদ্দীপক বলে। যেমন: হেবার প্রণালিতে অ্যামোনিয়া (NH3) প্রস্তুতির সময় আয়রন প্রভাবকের সাথে সামান্য পরিমাণ মলিবডেনাম উপস্থিত (গড়) থেকে প্রভাবক সহায়ক হিসেবে প্রভাবকের ক্রিয়াকে বৃদ্ধি করে। প্রভাবক বিষ: যে সমস্ত পদার্থ প্রভাবকের ক্ষমতা নষ্ট করে তাকে প্রভাবক বিষ বলে। যেমন: এ বিক্রিয়াতে প্লাটিনাম (Pt) চূর্ণ একটি ধনাত্মক প্রভাবক। কিন্তু বিক্রয়কের সাথে সামান্য পরিমাণ আর্সেনিয়াস অক্সাইড (As2O3) থাকে তবে বিক্রিয়ার গতি হ্রাস পায় অর্থাৎ প্রভাবকের ক্ষমতা হ্রাস পায়। এখানে(As2O3) প্রভাবক বিষ হিসেবে কাজ করে।