শেয়ার করুন বন্ধুর সাথে

যে বিক্রিয়ায় এক বা একাধিক যৌগের অনেকগুলো অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহত্তম অণু সৃষ্টি করে তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। যেমন: ইথিলিনের বহুসংখ্যক অণু একত্রিত হয়ে পলিইথিলিন তৈরি করে। n(CH2=CH2 )->(–CH2–CH2–)n