প্রভাবক: প্রভাবক একটি পদার্থ যা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি বা হ্রাস করে তাকে প্রভাবক বলে। প্রভাবন: প্রভাবক একটি পদার্থ যা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহনণ করে না, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি বা হ্রাস করে তাকে প্রভাবক বলে। এই প্রক্রিয়াটিকেই প্রভাবন বলে। প্রভাবক চার প্রকার: ১) ধনাত্মক প্রভাবক ২) ঋনাত্মক প্রভাবক ৩) অটো বা স্বয়ং প্রভাবক ৪) আবিষ্ট প্রভাবক। ১) ধনাত্মক প্রভাবক: যে প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে বৃদ্ধি করে তাকে ধনাত্মক প্রভাবক বলে। যেমন: পটাসিয়াম ক্লোরেট হতে অক্সিজেন প্রস্তুতির সময় ম্যাংগানিজ ডাইঅক্সাইড ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। ২) ঋনাত্মক প্রভাবক: যে প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে হ্রাস করে তাকে ঋনাত্মক প্রভাবক বলে। যেমন: হাইড্রোজেন পারঅক্সাইড এর দ্রবণ ধীরে ধীরে বিয়োজিত হয়ে পানি ও অক্সিজেন উৎপন্ন হয়। এখানে এরা ঋনাত্মক প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। ৩) অটো বা স্বয়ং প্রভাবক: যদি কোনো রাসায়নিক বিক্রিয়া-য় উৎপন্ন পদার্থসমূহের একটি নিজেই প্রভাবকের কাজ করে, তবে তাকে অটো বা স্বয়োং প্রভাবক বলে। ৪) আবিষ্ট প্রভাবক: একটি বিক্রিয়ার প্রভাবে অন্য কোনো বিক্রিয়া সংঘটিত হয় তাকে আবিষ্ট প্রভাবক বলে।