স্মৃতি হারানো নির্ণয়ের জন্য চিকিৎসক আপনাকে কিছু নির্দিষ্ট প্রশ্ন করেন। এর উত্তর থেকে আপনার চিন্তাশক্তি ও স্মৃতিশক্তির অবস্থা বুঝতে পারা যায়। স্মৃতিলোপের নিরাময়যোগ্য কারণ নির্ধারণ করতে অন্যান্য যে পরীক্ষাগুলি করা হয়ে থাকে তা হল: রক্তে সংক্রমণ বা পুষ্টি দ্রব্যের উপস্থিতি বুঝতে রক্ত পরীক্ষা করা হয়। সিটি স্ক্যান, এম আর এই প্রভৃতি ব্রেন ইমেজিং টেকনিক। কগনিটিভ টেস্ট। লাম্বার পাংচার। সেরিব্রাল এঞ্জিওগ্রাফী। সঠিক কোন কারণে স্মৃতি হারিয়েছে তার উপর এই সমস্যার চিকিৎসা নির্ভর করে। অপুষ্টির ফলে এই সমস্যা হলে বাইরে থেকে পুষ্টি দ্রব্য সরবরাহ করে স্মৃতি ফিরিয়ে আনা সম্ভব। বয়সজনিত স্মৃতিলোপ এবং নির্দিষ্ট কিছু অবস্থা যেমন আলঝাইমার্স রোগের ক্ষেত্রে এর সম্পূর্ণ নিরাময়ের কোন সম্ভাবনা নেই। সংক্রমণের চিকিৎসায় এন্টিমাইক্রোবিয়াল ব্যবহার করা হতে পারে। নেশাসক্তির ফলে ঘটিত স্মৃতির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন পারিবারিক সহায়তা, পেশাদারি কাউন্সেলিং এবং মনের জোর।