বয়সবৃদ্ধির সাথে স্মৃতির কিছু সমস্যা হওয়া স্বাভাবিক। বয়সজনিত ছাড়া অন্যান্য যে কারণে স্মৃতি হারাতে পারে সেগুলি হল: নিচে উল্লেখ করা ঘটনার ফলে মস্তিষ্কের যেকোন অংশের ক্ষতি: ব্রেন টিউমার। মস্তিষ্কে সংক্রমণ। কেমোথেরাপি। হাইপোক্সিয়া ( মস্তিষ্কে অক্সিজেন সরবরাহে ঘাটতি)। মস্তিষ্কের আঘাত। স্ট্রোক। কিছু মানসিক রোগ স্মৃতি হারানোর কারণ হতে পারে যেমন অত্যধিক স্ট্রেস। বাইপোলার ডিসঅর্ডার। ডিপ্রেশন। ডিমেনশিয়ার উপসর্গ হিসাবে স্মৃতিলোপ ঘটতে পারে: আলঝাইমার্স ডিজিজ। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। লিউই বডি ডিমেনশিয়া। স্মৃতিলোপের অন্যান্য কারণ: মদ ও মাদকের নেশা। এপিলেপসি বা মৃগী রোগ। অপুষ্টির ফলে থিয়ামিনের অভাব, যার থেকে করসাকফ সিনড্রোম দেখা দেয়।