শেয়ার করুন বন্ধুর সাথে

যেসব লক্ষণ ও উপসর্গ শ্বাস কষ্টের সাথে জড়িত ও বিপজ্জনক, সেগুলি হল: সোজা হয়ে শুলে শ্বাসের সমস্যা হওয়া বা ৩০ মিনিটের বেশি সময় ধরে টেনে টেনে নিঃশ্বাস নেওয়া অথবা ইনহেলার নেওয়া সত্ত্বেও আগে থেকে দেখা দেওয়া উপসর্গ আরো সঙ্গীন অবস্থায় পৌঁছানো। শ্বাস গ্রহণ বা ত্যাগের সময় সাঁইসাঁই শব্দ (হুইজিং) খুব জ্বর, সাথে হাত পা ঠাণ্ডা হয়ে যাওয়া এবং কাশি। আঙ্গুলের মাথা ও ঠোঁট নীলচে হয়ে যাওয়া। নিঃশ্বাস নেওয়ার সময় জোরে শব্দ হওয়া, যাকে স্ট্রাইডর বলে। সংজ্ঞানাশ। পায়ে ও গোঁড়ালিতে ফোলাভাব।