শেয়ার করুন বন্ধুর সাথে

বাতজ্বর বা রিউমেটিক ফিভার একটি জটিলতা যা গলায় স্ট্রেপ্টোকক্কাল সংক্রমণের যথাযথ চিকিৎসা না হওয়া বা চিকিৎসা না হওয়ার কারণে দেখা দেয়। এটি ত্বকে, হৃদপিন্ডে, হাড়ের সন্ধিস্থলে, এবং মস্তিষ্কে গুরুত্বর অসুস্থতার কারণ ঘটাতে পারে। এই সংক্রমণে প্রধানত 5 থেকে 15 বছরের শিশুরা আক্রান্ত হয়। বাতজ্বর বা রিউমেটিক ফিভার সাধারণত গলায় স্ট্রেপ্টোকক্কাল সংক্রমণের 14 থেকে 28 দিন পরে দেখা দেয়।