রিউমেটিক ডিসঅর্ডার বা বাত রোগের প্রধান কারণ এবং ঝুঁকিপূর্ণ দিকগুলি হল: মানসিক আঘাত। সংক্রমণ। বিপাকক্রিয়াতে সমস্যা। নির্দিষ্ট কিছু হরমোনের কারণে। স্নায়ুতন্ত্রে সমস্যা। হাড়ের সন্ধিস্থলে প্রদাহ। যে কলা বা ট্যিসু দিয়ে অস্থির শেষভাগ ঢাকা থাকে তার ক্ষতি। জিনগত কারণ। জাতিগত কারণ। রোগ প্রতিরোধকারী কোষ নিরূপণ করতে সমস্যা। পরিবেশ দূষণকারী বস্তু। স্ত্রীলিঙ্গ। বয়স।