শেয়ার করুন বন্ধুর সাথে

এই অবস্থার লক্ষণ এবং উপসর্গগুলি হলো: গলা ব্যথা। জ্বর। টনসিল লাল হয়ে ফুলে যাওয়া। ফোলা বা স্ট্রবেরী (লাল এবং উঁচু-নীচু) জিভ। বমি বমি ভাব। বমি। খিদে কমে যাওয়া। এক ধরণের সুক্ষ লাল ফুসকুরি, সানবার্নের মত সারা শরীরে হয় এবং এর থেকেই এই রোগের নাম হয়-স্কারলেট ফিভার। মারাত্মক ক্ষেত্রে, এই অবস্থা থেকে জটিলতা সৃষ্টি হতে পারে যেমন: টনসিলের চারপাশে পূঁযভর্তি পকেট। লিম্ফ নোড ফুলে যায়। ত্বকে বা কানে সংক্রমণ। বাতজ্বর বা রিউমেটিক ফিভার। নিউমোনিয়া। গাঁটে প্রদাহ বা আর্থরাইটিস।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ