সাধারণ লক্ষণ ও উপসর্গগুলি হল: শ্বাসকষ্ট মাথাব্যথা, বিভ্রান্ত বোধ হওয়া উদ্বিগ্নতা হৃদস্পন্দন বা নাড়ির গতি বৃদ্ধি (ট্যাকিকার্ডিয়া) নিম্ন রক্তচাপ (হাইপোটেনশন) অ্যাসাইটিস (তলপেটে তরল জমা হওয়া) রাত্রে বারবার প্রস্রাব পাওয়া বুক ধড়ফড় করা বুকের অংশে ব্যথা অনুভব এবং তা তলপেটের দিকে ছড়িয়ে যাওয়া আবার উপর দিকে উঠে আসা ইত্যাদি