শেয়ার করুন বন্ধুর সাথে

গোড়ালির ব্যাথার উপসর্গের মধ্যে আছে: গোড়ালির গোছে তীব্র ব্যাথা। সাধারণত ঘুম থেকে উঠে প্রথম কয়েক পা হাঁটবার পর বা বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালে যন্ত্রণা বাড়ে। ব্যায়াম করার পর যন্ত্রণা বাড়ে।   টার্সেল টানেল সিনড্রোমের একটি নিয়মিত উপসর্গ হল ঝিনঝিন করা ব্যাথা বা অবশ বা পোড়ার মত জ্বালা-সহ পায়ের পাতায় অসম্ভব যন্ত্রণা। গোড়ালির কেন্দ্রে যন্ত্রণা হিল বার্সাইটিস-এর বৈশিষ্ট্য। অ্যাকিলিস টেন্ডিনাইটিস-এর ক্ষেত্রে কোনও খেলার পর গোড়ালির পিছনে হাল্কা ব্যাথা শুরু হয়। বেশিক্ষণ খুব গতিতে দৌড়ালে, সাধারণ গতিতে দৌড়ালে বা উঁচুতে চড়লে যন্ত্রণার তীব্রতা বাড়ে। অ্যাকিলিস টেন্ডন ছিড়ে গেলে আক্রান্ত ব্যক্তির গোড়ালির কাছে ব্যাথা হবে এবং ফুলে যাবে, মনে হবে কেউ যেন পায়ের ডিমে আঘাত করেছে। পায়ের পাতা নিচে নামাতে বা জখম পায়ের পাতার আঙুলের ওপর দাঁড়ানো যাবে না। জখম হওয়ার সময়, ভাঙার তার বা ছিড়ে যাওয়ার মত শব্দ শোনা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ