শেয়ার করুন বন্ধুর সাথে

প্রদাহ, আঘাত, স্নায়ু নষ্ট হয়ে যাওয়া, দীর্ঘকালীন স্বাস্থ্যের সমস্যা (যেমন, বিভিন্ন ধরণের ঘাটতি, হাইপারইউরিসেমিয়া), হাতের যেকোন হাড় বা লিগামেন্ট মচকানো বা ভাঙার ফলে হাতে ব্যাথা হতে পারে। হাতের কোন অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে এবং তার বিকারতত্বের কারণের উপর নির্ভর করে হাতে ব্যাথার ভিন্ন ভিন্ন উপসর্গ দেখা যায়; যদিও, হাতে ব্যাথার সবথেকে সাধারণ উপসর্গগুলি হল: ব্যথা (দপদপ করা, ঝিনঝিন করা বা খিঁচ ধরা)। ফোলা। শক্ত হয়ে যাওয়া। ঝিঁঝিঁ বা অবশ অনুভূতি। হাত নাড়াতে বা ক্ষতিগ্রস্থ হাত দিয়ে কাজ করতে সমস্যা বা অক্ষমতা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ