শেয়ার করুন বন্ধুর সাথে

গোড়ালিতে ফ্র্যাকচার হয়েছে কিনা তা বোঝার সবথেকে সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে: আক্রান্ত জায়েগাটি থেকে অসহ্য যন্ত্রনা যা হাঁটু অবধি ছড়িয়ে পড়তে পারে। আংশিক বা গোটা পায়ে এডিমা হওয়া (ফুলে যাওয়া)। খসখসে ফোস্কা গঠন। হাটতে অসুবিধা হওয়া চামড়ার মধ্যে দিয়ে হাড় ফোটা। গোড়ালির জায়েগাটা নরম হয়ে যেতে পারে, এবং তার কারণে ব্যক্তিটি আক্রান্ত পায়ের পাতাটির উপর ভর দিতে সক্ষম নাও হতে পারে।অনেকে খুব সহজেই একটি ফ্র্যাকচার হওয়া গোড়ালিকে সাধারনত পা মচকে যাওয়ার সাথে গুলিয়ে ফেলতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ