শেয়ার করুন বন্ধুর সাথে

গোড়ালি তিনটি হাড় নিয়ে গঠিত - টিবিয়া (শিনবোন), ফিবুলা (কাফ বোন),এবং তালুস (যা টিবিয়া ,ফিবুলা, এবং হিল বোনের মধ্যে সবচেয়ে ছোট) । গোড়ালিতে ফ্র্যাকচার হলে এই তিনটি যৌথ হাড়ের মধ্যে যেকোনো একটি ভেঙে যেতে পারে।ফ্র্যাকচার যেকোনো একটা হাড়ে হতে পারে (সাধারণত তাই হয়ে থাকে), যা দৈনন্দিন কাজকে নষ্ট করে না, অথবা এটি গুরুতর ফ্র্যাকচারও হতে পারে যা গোড়ালিকে স্থানচ্যুত করে দিতে পারে, এবং তার জন্য চিকিত্‍সার প্রয়োজন হতে পারে।গোড়ালিতে ফ্র্যাকচার যেকোনো বয়সের মানুষের হতে পারে। বারবার হওয়া গোড়ালিতে ফ্র্যাকচার (সবরকম গোড়ালিতে ফ্র্যাকচারের মধ্যে 55% ফ্র্যাকচার) হলো পার্শ্ববর্তী মাল্লেওলাসের ফ্র্যাকচার। মার্কিন যুক্তরাষ্ট্রে এক সমীক্ষায় দেখা গেছে বছরে 100,000 মানুষের মধ্যে প্রায় 187 জন মানুষের এই গোড়ালিতে ফ্র্যাকচার হয়। যেটা ভারতে 100,000 মানুষের মধ্যে প্রায় 122 জনের হয়ে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ