শেয়ার করুন বন্ধুর সাথে

পায়ের ব্যথার চিকিৎসার অন্তর্গত হল ওষুধ এবং বিভিন্ন ভাবে নিজের যত্ন নিজে নেওয়া। ওষুধ-পত্র প্যারাসিটামল জাতিয় ব্যথা কমানোর ওষুধগুলি অল্প ব্যথায় আরাম দেয়। প্রদাহ কমার ওষুধগুলি, যেমন ইবুপ্রোফেন, প্রদাহ হ্রাস করে ব্যথা কমায়। যখন অন্য কিছু আর কাজ না করে তখন কর্টিকোস্টেরইড ওষুধ সেবন করলে এবং ব্যথার জায়গায় ইনজেকশান দিলে পা ব্যথা খুব তাড়াতাড়ি কমে যায়। ইউরিক এসিড কমানোর ওষুধ দিয়ে বাতের চিকিৎসা করা হয়। আবকে ঘসে তুলে ফেলার জন্য স্যালিসাইলিক এসিড ক্রিম বা জেল ব্যবহার করা হয়। শল্য চিকিৎসা পায়ের বিকৃতি ঠিক করার জন্য বিভিন্ন পদ্ধতির অস্ত্রোপচার করা হয়। এর ফলে যে স্নায়ুগুলি অবরুদ্ধ অবস্থাতে শির শির করা এবং অসাড়তার সাথে সাথে ব্যথার কারণ থাকে সেগুলি মুক্তি পায়। পায়ের ব্যথাও ঠিক হয়ে যায়। প্ল্যানটার ফাসিয়াতে চাপ সৃষ্টিকারী শক্ত হয়ে যাওয়া পায়ের গুলি, যেগুলি স্ট্রেচিং ব্যায়ামে সাড়া দেয় না, সেই পেশীগুলিকে গ্যাসট্রোনেমাস রিসেশান পদ্ধতিতে টান টান করা হয়। প্ল্যানটার ফাসিয়াকে ছাড়াতে একটা ছোট কাটা হয় যাতে শক্ত হয়ে যাওয়া প্ল্যানটার ফাসিয়ার টেনশান কমে যায়।