শেয়ার করুন বন্ধুর সাথে

সাধারণ ভাইরাল সংক্রমণগুলি যা জ্বরের কারণ হতে পারে , নিচে দেওয়া হলো: ডেঙ্গু জ্বর। রেস্পিরেটরি সিনসিটিয়াল ভাইরাস সংক্রমণ। এইচআইভি। কানের মাঝখানে সংক্রমণ। সোয়াইন ফ্লু। চিকেন পক্স। হাম। হারপিস সিমপ্লেক্স। হেপাটাইটিস সিমপ্লেক্স। হেপাটাইটিস। শিঙ্গল্স। ভাইরাসের দ্বারা দূষিত খাবার খেলে ফুড পয়েসনিঙের কারণে ভাইরাল ফিভার হতে পারে। সংক্ৰিমিত ব্যক্তির দূষিত নাজাল বিন্দু ধারণকারী বায়ুর মাধ্যমে ভাইরাস নিশ্বাস নেওয়া ভাইরাল ডিজিজ সংক্রমণ ছড়িয়ে পরার সবচেয়ে সাধারণ পথ। মশার মতন কীটপতঙ্গ ডেঙ্গুর মতো ভাইরাসের ছড়িয়ে পরার জন্য দায়ী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ