শেয়ার করুন বন্ধুর সাথে

কোন সময়ে, কোন প্রাণী কামড়েছে, এবং উপসর্গের চেহারা কীরকম, তার ওপর চিকিৎসা পদ্ধতি নির্ভর করবে। রেবিসের সাধারণ চিকিৎসার পদ্ধতি নিম্নরূপ: নিরাময় গুণসম্পন্ন সাবান এবং জল দিয়ে ক্ষতস্থান অন্তত 15 মিনিট ধরে ভাল করে ধুয়ে ফেলা এবং সংক্রমণ মুক্ত করা। যদি ত্বকের মধ্যে ছিদ্র হয়ে থাকে তাহলে ওপর থেকে তোড়ে সাবান জল ফেলে পরিষ্কার করতে হবে। খুব প্রয়োজন না হলে ক্ষতস্থান সেলাই না করাই ভাল। এরপর, টেটেনাস এবং/ বা অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হবে। প্রাথমিক চিকিৎসার পর আক্রান্তকে রেবিসের টিকা দিতে হবে। যদি ওই ব্যক্তিকে কোনও বাড়ির পোষ্য প্রাণী কামড়ে থাকে এবং কোনও উপসর্গ না দেখা যায় (আসিম্পটোম্যাটিক), তাহলে চিকিৎসক ওই ব্যক্তি এবং প্রাণীটিকে দিন কয়েকের জন্য সতর্কতার সঙ্গে নজরে রাখার পরামর্শ দেবেন। যদি পোষ্যটিকে নজরে রাখা না জায় তাহলে ওই এলাকায় কোনও রেবিসের আক্রমণ দেখা গিয়েছে কিনা তা সমীক্ষা চালিয়ে দেখা হবে। যদি পরীক্ষা চালিয়ে প্রাণীটির মধ্যে রেবিসের চিহ্ন পাওয়া যায়, তাহলে সেটিকে মেরে ফেলতে হবে এবং তারপর পুঙ্খানুপুঙ্খভাবে রেবিসের পরীক্ষা চালানো হবে। যদি, যেখানে প্রাণীটিকে দেখা গিয়েছে সেখানে রেবিসের চিহ্ন না পাওয়া যায় তাহলে কিছু প্রতিরোধী ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে না। যদি প্রাণীটি যাকে কামড়েছে তার মধ্যে রেবিসের উপসর্গের ইঙ্গিত পাওয়া যায় তাহলে চিকিৎসক অবিলম্বে প্রতিরোধী চিকিৎসা শুরু করে দেন। রেবিস প্রতিরোধী ইমিউনোগ্লবিন ইনজেকশন দিয়ে চিকিৎসা করা হয় যা রোগ প্রতিরোধে সাহায্য করে এবং শরীরে রেবিসকে বাসা বাঁধতে দেয় না। পনেরোদিন ধরে পরপর এই ধরনের 5 টি ইনজেকশন দেওয়া হয়। যেখানে প্রাণীটিকে নজরে না রাখা যায় সেই অবস্থায় কিছু চিকিৎসক প্রতিশেধক হিসাবে এই ইনজেকশনগুলি দেওয়ার পরামর্শ দিতে পারেন। যদি বন্য প্রাণী কামড়ায় তাহলে প্রায় সর্বক্ষেত্রে এই চিকিৎসা শুরু করে দেওয়া হয়। যে সব ক্ষেত্রে উপসর্গ দেখা দিয়েছে কিন্তু প্রতিরোধী চিকিৎসার সময় পার হয়ে গিয়েছে, সেখানে তড়কা যাতে না হয় তার জন্য ওষুধ দেওয়া হয়। দুশ্চিন্ত দূর করার জন্য পেশি নমনীয় রাখার  রিল্যাক্স্যান্ট এবং ওষুধের সঙ্গে ব্যাথা কমানোর ওষুধ প্রয়োগ করা হয়। চিকিৎসা চলাকালীন সময়ে ওই ব্যক্তিকে সতর্কতার সঙ্গে নজরে রাখা এবং রোগ বেড়ে যাওয়ার  কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা সেদিকে লক্ষ রাখা জরুরি। সেরকম কোনও ইঙ্গিত দেখা দিলে চিকিৎসককে সতর্ক করা প্রয়োজন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ