শেয়ার করুন বন্ধুর সাথে

রোগ সৃষ্টিকারী জীবাণুগুলি হল ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস এবং প্যারাসাইট বা পরজীবী, যেমন দাদ, কেঁচোকৃমি, উকুন, মাছি এবং এঁটেল পোকা। নীচের আলোচনা হিসাবে সংক্রমণ অনেক উপায়ে ছড়ায়: ব্যক্তি থেকে ব্যক্তি। পশু থেকে ব্যক্তি। মায়ের থেকে গর্ভে থাকা শিশুর মধ্যে। দূষিত খাদ্য এবং জল থেকে। পোকার কামড় থেকে। সংক্রামিত ব্যক্তি ছুঁয়েছে এরকম কোনো জিনিস ব্যবহার করলে। ইয়াট্রোজেনিক সংক্রমণ (সংক্রামিত চিকিৎসার যন্ত্রপাতির কারণে)। নসকমিয়াল সংক্রমণ (হাসপাতাল থেকে আসা)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ