শেয়ার করুন বন্ধুর সাথে

লিভার একাধিক কার্যকারিতা সম্পাদন করে। এটি রক্ত পরিস্রুত করে, খাদ্যকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে এবং এর প্রতিরক্ষামূলক কাজের ক্ষমতাও আছে। যখন লিভার কিছু বা সমস্ত স্বাভাবিক ক্রিয়া সম্পন্ন করতে পারে না, সেই অবস্থাকে লিভার ফেইলিওর বা লিভার ড্যামেজ অর্থাৎ লিভারের ব্যর্থতা বা লিভার বিকলতা বলা হয়।