শেয়ার করুন বন্ধুর সাথে

লিভার সিরোসিসে সাধারণ সূত্রপাতগুলির মধ্যে রয়েছে: ভাইরাল সংক্রমণ যেমন হেপাটাইটিস বি, বা সি। দীর্ঘদিন ধরে মদ্যপান। ফ্যাটি লিভার রোগ (অ-অ্যালকোহলিক)। মেদবৃদ্ধি। সিস্টিক ফাইব্রোসিস। দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপ। অটোইমিউন হেপাটাইটিসের মতো অটোইমিউন রোগ। পিত্তনালীতে অবরুদ্ধ অবস্থা। ভেষজ ব্যবস্থা যা লিভারের ক্ষতি করে। রাসায়নিকের প্রকাশ। হৃদস্পন্দন বন্ধ হওয়া। লিভারে ফাংগাল সংক্রমণ। জিনগত লিভারের রোগ। শরীরে তামা বা আয়রনের আধিক্য।