। অসংখ্য ক্রেতা - বিক্রেতা : পূর্ণ প্রতিযােগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা অধিক থাকে । বিক্রেতা দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না । কারণ একজন ক্রেতা মােট চাহিদার অতি সামান্য অংশ ক্রয়  করে এবং একজন বিক্রেতা মােট যােগানের সামান্যতম অংশ যােগান দেয়  ২।সমজাতীয় দ্রব্য : এই বাজারের দ্রব্য হয় সমজাতীয় । বিভিন্ন দ্রব্যের মধ্যে গুণগত পার্থক্য না থাকায় দ্রব্যের প্রতিটি একক সমভাবে গ্রহণযােগ্য । দ্রব্য পরিপূর্ণ সমজাতীয় বলে প্রতিটি একক একই দামে বিক্রি হয় । ৩।বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞান : দ্রব্যের বাজার অর্থাৎ পণ্যের চাহিদা ও যােগান , দাম ইত্যাদি সম্পর্কে তাে ধারণা থাকে । এজন্য বিক্রেতা অধিক দাম ধার্য করে অতি মুনাফা অর্জন করতে পারে না এবং কোন ক্রেতাকেও দ্রবের জন্য বেশি মূল্য দিতে হয় না ।  8 ।অবাধ প্রবেশ ও প্রস্থান : ও বাজারের বর্তমান ও ভবিষ্যৎ অবস্থা বিবেচনা করে যে কোন নতুন ফার্ম বাজারে প্রবেশ পারে এবং বিদ্যমান যে কোন ফার্ম ব্যবসা বন্ধ করে বাজার হতে প্রস্থান করতে পারে ।  ৫ । উপকরণের পূর্ণ গতিশীলতা : ও এই বাজারে উৎপাদনের উপাদানগুলাে সম্পূর্ণ গতিশীল । অর্থাৎ উপাদানগুলাের পেশাগত বা শিল্পগত গতিশীলতার পথে আর্থ - সামাজিক বা আইনগত কোন বাধা থাকে না । ফলে প্রতিটি উপকরণের দাম সর্বত্র সমান থাকে।  ৬ । পরিবহন ব্যয় অবিবেচ্য :  পূর্ণ প্রতিযােগিতামূলক বাজারে পণ্যের পরিবহন ব্যয় শূন্য ধরা হয় । কারণ পরিবহন ব্যয় থাকলে পণ্য সমজাতীয় হলেও বিভিন্ন বাজারে এর দাম বিভিন্ন হতে পারে । ৭।একই দ্রব্যমূল্য : এই বাজারে সামগ্রিক চাহিদা ও যােগান দ্বারা যে মূল্য নির্ধারিত হয় তা সর্বত্রই সমান থাকে । একক প্রচেষ্টায় ক্রেতা - বিক্রেতা কেউই দামের পরিবর্তন ঘটাতে পারে না ।  ৮ । পূর্ণ পরিবর্তক দ্রব্য :  এ ধরনের বাজারে দ্রব্যটির অতি নিকটতম পরিবর্তক দ্রব্য থাকে । ফলে ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্যগুলাের মধ্যে প্রতিযােগিতা বিরাজ করে এবং একটির দামের পরিবর্তন অন্যটির দামের উপর প্রভাব ফেলে ।  ৯ ।ব্যয় সর্বনিম্নকরণ : পূর্ণ প্রতিযােগিতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ব্যয় সর্বনিম্নকরণের মাধ্যমে মুনাফা সর্বোচ্চ করা । এরূপ বাজারে ফার্ম মূল্য প্রদত্ত ধরে নেয় । ফলে ভারসাম্য উৎপাদন স্তরে ব্যয় সর্বনিম্ন করতে পারলে মুনাফা সর্বোচ্চ হবে । ১০ । উপযােগ ও মুনাফা সর্বোচ্চকরণ  : পূর্ণ প্রতিযােগিতামূলক বাজারে ক্রেতা এমনভাবে দ্রব্য ক্রয় করে যাতে তার উপযােগ । সর্বোচ্চ হয় । আবার প্রতিটি ফার্ম উৎপাদন সিদ্ধান্ত এমনভাবে নেয় যাতে মুনাফা সর্বোচ্চ হয় । সংক্ষেপে এগুলােই হল পূর্ণ প্রতিযােগিতামূলক বাজারের শর্ত বা বৈশিষ্ট্য ।