অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কেন ঘটে তার ব্যাখা হিসেবে সচরাচর ব্যয় বৃদ্ধিজনিত এবং চাহিদ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কথা বলা হয় ।  নিম্নে এ দুই প্রকার মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য নির্দেশ করা হলাে - ১।সংজ্ঞাগত পার্থক্য:  সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাফীতি বলা হয় ।  পক্ষান্তরে , উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয় ।  ২ । পূর্ণ নিয়ােগঃ  চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে পূর্ণ নিয়ােগ বলতে এমন অবস্থাকে বুঝানাে হয় যখন চাহিদার প্রেক্ষিতে দ্রব্যের যােগান পুরােপুরি অস্থিতিস্থাপক হয় ।  পক্ষান্তরে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে পূর্ণ নিয়ােগ বলতে এমন অবস্থাকে বুঝানাে হয় যখন চলতি নিয়ােগ এর স্বাভাবিক স্তরের নিচে থাকে অথবা বেকার শ্রমিকদের মধ্যে নিয়োগ পেতে চাওয়া শ্রমিকদের সংখ্যা নিয়ােগযোগ্য পদ সংখ্যার সমান থাকে ।