শেয়ার করুন বন্ধুর সাথে

সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করলে মুদ্রাস্ফীতির নিম্নলিখিত বৈশিষ্ট্য পাওয়া যায় ১ . দামস্তর ক্রমাগতভাবে বৃদ্ধি পায় । ২ . অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায় । ৩ . স্বল্প পরিমাণ দ্রব্যের জন্য অধিক অর্থ ব্যয় হয় । ৪.সামগ্রিক যােগান ( AS ) অপেক্ষা সামগ্রিক চাহিদা ( AD ) বৃদ্ধি পায় । ৫.মৃদু মুদ্রাস্ফীতি ( Creeping inflation ) বিনিয়ােগ , কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধির জন্য সহায়ক । ৬ . উল্লম্ফন বা Hyper / galloping inflation ( লাফিয়ে লাফিয়ে ) যা অর্থনীতিতে চরম ভারসাম্যহীন অবস্থা সৃষ্টি করে ।