শেয়ার করুন বন্ধুর সাথে

হৃৎপেশি যখন পর্যাপ্ত পরিমানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ পায় না তখন বুক নিষ্পেষিত হচ্ছে বা দম বন্ধ হয়ে আসছে এমন মারাত্বক অস্বস্তি অনুভূত হলে সে ধরনের বুক ব্যাথাকে অ্যানজাইনা বলে। অ্যানজাইনাক সাধারণত হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা মনে করা হয়।